• ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

আগামী বছর থেকে পরীক্ষার দিন ছাপা হবে প্রশ্নপত্র : শিক্ষামন্ত্রী

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ২, ২০১৭

 সিলেট সুরমা ডেস্ক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রশ্ন ফাঁস ঠেকাতে আগামী বছর থেকে স্থানীয়ভাবে পাবলিক পরীক্ষার দিন প্রশ্নপত্র ছাপানো ও সরবরাহ করা হবে।
রোববার (২ এপ্রিল) সকালে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন মন্ত্রী।
নাহিদ বলেন, “আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, যাদের কোনো অভিযোগ নাই, প্রশ্ন সম্পর্কে, খাতা দেওয়া সম্পর্কে, পরিবেশ সম্পর্কে।’
রোববার বাংলা প্রথম পত্রের পরীক্ষা গ্রহণের মাধ্যমে শুরু হয়েছে ২০১৭ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এবার মাদ্রাসা ও কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন।
এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ছয় লাখ ৩৫ হাজার ৬৯৭ জন। আর ছাত্রী পাঁচ লাখ ৪৭ হাজার ৯৮৯ জন। সারা দেশে মোট দুই হাজার ৪৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।